২০২৫ সালের রমজানের কথা। শহর তখন তীব্র তাপদাহে পুড়ছে। রোদের প্রচণ্ড তেজে কাঁপছে ইট-পাথরের এই শহর, অথচ তার মাঝেও মানুষ নিজেকে নিবেদিত করছে প্রভুর নৈকট্যে।
এই সময়েই Naturals by Rakhi-এর টিম বের হয়েছিল শহরের অলিগলি ঘুরে জানতে—
রোদে পুড়ে কাজ করা শ্রমজীবী মানুষেরা এই গরমে কীভাবে সামলাচ্ছে রোজা ও সংসার একসাথে?
রাস্তায় দেখা হলো অনেকের সাথে। কেউ ইট টানছেন, কেউ রিকশা চালাচ্ছেন, কেউবা গরমে ঘেমে-নেয়ে দাঁড়িয়ে আছেন কোনো কাজের অপেক্ষায়। তাদের মধ্যে থেকে কেউ একজন আমাদের টিমের মেম্বার কে দেখে বলে উঠলেন “রোজা রাখছি ঠিকই, ভাই। কিন্তু বাসায় বাজার নাই, ছেলেমেয়েগুলারে কী খাওয়াম ভাবি এই চিন্তাই মাথা ঘুরে যায়।”
এই একটি বাক্যই আমাদের সিদ্ধান্তে পৌঁছে দেয়। প্রতি মাসের মতো এবার রমজানেও, ন্যাচারালস বাই রাখি কেয়ার ক্লাবের স্বেচ্ছাসেবকেরা নেমে পড়েন পথে।
আর এই পথে আমাদের সঙ্গী হয় শহরের সেই অসহায় খেটে খাওয়া মুখগুলো। আমাদের যাত্রা এখন সুপার শপ থেকে সুপার শপে। উদ্দেশ্য একটাই তাদের পুরো রমজানের বাজার যেন থাকে নিশ্চিত। তারা যেন অন্তত এই মাসটাতে বাজার নিয়ে দুশ্চিন্তায় না থাকে। আমরা বিশ্বাস করি—
মানবিকতা কখনও বড় কাজের অপেক্ষা করে না,
ছোট ছোট ভালোবাসা থেকেই গড়ে ওঠে এক নতুন পৃথিবী। ভালোবাসা ছড়াতে হয় একে অপরের পাশে দাঁড়িয়ে, নিঃস্বার্থ হয়ে।