About Us
২০২১ সালে “Naturals by Rakhi” শুরু হয়েছিল ঘরোয়া উপায়ে বানানো একটি হেয়ার অয়েল দিয়ে। তখন আমরা ভাবিনি এই তেল একদিন হাজারো মানুষের ভালোবাসা পাবে। কিন্তু প্রকৃত উপাদানের শক্তি আর কার্যকারিতা মানুষকে আপন করে নেয় — সেই থেকেই শুরু আমাদের যাত্রা।
Naturals by Rakhi আজ শুধু একটি নাম নয়, এটি হয়ে উঠেছে হাজারো মানুষের চুল সমস্যা সমাধান ও প্রাকৃতিক সৌন্দর্যের নির্ভরযোগ্য সঙ্গী। আমাদের প্রথম এবং আজও সবচেয়ে জনপ্রিয় প্রোডাক্ট ছিল “ন্যাচারাল হেয়ার অয়েল”। ৩০টিরও বেশি প্রাকৃতিক উপাদানে তৈরি এই তেল আমাদের প্রতি মানুষের আস্থা গড়ে তোলে, যার ভিত্তিতেই ধীরে ধীরে আমরা তৈরি করি নতুন নতুন পণ্য।
বর্তমানে আমাদের পণ্যসামগ্রীর মধ্যে রয়েছে অনিমিক্স অনিয়ন শ্যাম্পু, হেয়ার স্পা প্যাক, মেহেদি মিক্স, হ্যান্ডমেড ন্যাচারাল সোপ, ফেস প্যাক, এবং শিগগিরই আসছে—ফেস ওয়াশ, ক্রিম, ফেস সিরাম ও হেয়ার সিরামের মতো স্কিন ও হেয়ার কেয়ারের সম্পূর্ণ সমাধান।
আমরা বিশ্বাস করি, প্রকৃতির মধ্যে লুকিয়ে আছে যত্নের জাদু। তাই প্রতিটি প্রোডাক্ট তৈরিতে ব্যবহার করা হয় কার্যকরী প্রাকৃতিক উপাদান, যার মধ্যে অনেকগুলো উপাদান আমাদের নিজস্ব এগ্রো প্রজেক্ট থেকে সংগ্রহ করা হয়। এছাড়া আমাদের সাথে রয়েছে দক্ষ কেমিস্ট ও সাইন্টিস্ট যারা প্রতিনিয়ত আমাদের পন্নের মান বৃদ্ধির জন্য করছেন পাশাপাশি নিশ্চিত করেন প্রতিটি পণ্যের গুণগত মান, কার্যকারিতা এবং প্রাকৃতিক উপাদানের সঠিক ব্যবহার।
আমাদের প্রতি গ্রাহকদের ভালোবাসা ও আস্থা আমাদের অনুপ্রেরণা। বর্তমানে আমাদের রয়েছে: ৮৮% গ্রাহক সন্তুষ্টি ৬০% এর বেশি রিপিট কাস্টমার
প্রতিদিন আমরা কাজ করি যাতে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি সবচেয়ে কার্যকরী ও নিরাপদ প্রোডাক্ট। অনলাইনেই যাত্রা শুরু করলেও ২০২৫ সাল থেকে আমরা প্রবেশ করছি বাংলাদেশের আধুনিক বাজারে, সুপারশপ ও রিটেইল আউটলেটের মাধ্যমে।
আরও কাছাকাছি আসার লক্ষ্যে, এখন ঢাকার প্রাণকেন্দ্র বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে আমাদের এক্সপিরিয়েন্স সেন্টার ও আউটলেট চালু হয়েছে।
Naturals by Rakhi – প্রতিটি পণ্যে প্রকৃতির ছোঁয়া।